শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:২৬, ২৩ নভেম্বর ২০২৪

৬৪

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (২৩ নভেম্বর) সকালে বিআরটিসির দোতলা একটি বাসে বিদ্যুতায়িত হলে প্রাণ হারান ওই তিন শিক্ষার্থী।

মৃত শিক্ষার্থীরা হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। তারা ইসলামিক ইউনির্ভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী বলে জানা গেছে। আহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকটি বাসে শ্রীপুরে এক পিকনিক স্পটে যাচ্ছিলেন। উপজেলার উদয়খালী এলাকায় দোতলা বাস ঘোরানের সময় ওপরে বিদ্যুতের তার থেকে গাড়ির ভেতরে ধোঁয়া উঠতে থাকে। এতে তিন শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও কয়েকজন।

শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন বলেন, বিআরটিসির একটি দোতলা বাসে পিকনিকে যাচ্ছিলেন ইসলামিক ইউনির্ভার্সিটি অব টেকনোলজির অনেক শিক্ষার্থী। এ সময় বাসটি বিদ্যুতের তারে স্পর্শ করলে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলামও তিন শিক্ষার্থীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত