বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫ || ৯ মাঘ ১৪৩১ || ২০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬২

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:৪৬, ৭ ডিসেম্বর ২০২৪

১৪২

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬২

ফাইল ছবি
ফাইল ছবি

‘আগামী বছর থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’ এমন তথ্য ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়ানো এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মন্ত্রণালয় ও মাউশি জানিয়েছে, ফেসবুকে ছড়ানো তথ্যটি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। কীসের ভিত্তিতে, কারা এমন তথ্য ছড়িয়েছে, সেটি তারাও জানেন না বলে দাবি করেন।

মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানান তিনি।

এদিকে, আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা।

তারা বলেন, সাপ্তাহিক ছুটি দুদিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুদিন হলে স্কুলেও সেটা থাকতে হবে।

তবে শিক্ষকদের অনেকে মনে করেন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ বা কোনো গোষ্ঠী শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করতে এ ধরনের তথ্য ছড়াতে পারে, যাতে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন। এজন্য তারা মন্ত্রণালয় অথবা মাউশির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ খবর যে ভুয়া, তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত