বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫ || ৯ মাঘ ১৪৩১ || ২০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা

১৫:৩২, ১৭ মার্চ ২০২২

১৭৫৩

চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

ফাইল ছবি
ফাইল ছবি

চলন্ত ট্রেন থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত মাহাবুব আদর ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন।

নিহত মাহাবুব জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নের মো. হান্নান মিঠুর ছেলে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে পাবনার জেলার পাকশি সেতুতে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত মাহাবুব আদরের চাচা ফরহাদ বলেন, মাহাবুব কুষ্টিয়া ঘুরতে গিয়েছিল। ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতুতে ট্রেনটি ওঠার পর জানালা দিয়ে মাথা বের করছিল। তখন সেতুর রেলিংয়ের (লোহা) সঙ্গে ধাক্কা লেগে মারা গেছে। তার পরিবারের সদস্যরা সেখানে গেছে। সন্ধ্যার দিকে তাকে নিয়ে আসবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। খুবই দুঃখজনক যে আমাদের একজন শিক্ষার্থী আমাদের ছেড়ে চলে গেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। আমি ওর বন্ধুদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করছি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank