রোববার   ১২ জানুয়ারি ২০২৫ || ২৯ পৌষ ১৪৩১ || ১০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৯:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২১

৫৪১৫

গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছেন গায়িকা ইভা রহমান। শুধু তাই নয়, নতুন করে ঘরও বেঁধেছেন তিনি। 

ইভা রহমানের নতুন বিয়ে উপলক্ষে ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন গায়ক রবি চৌধুরী। নতুন দম্পতির একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

এটিএন বাংলায় কাজ করতে গিয়ে মাহফুজুর রহমানের সঙ্গে সখ্য হয় ইভা রহমানের। বিবাহিত মাহফুজুর রহমান তাকে বিয়ের প্রস্তাব দিলে তাতে সায় দেন ইভা রহমান। এরপর ভালোই চলছিল তাদের সংসার। গায়িকা হিসেবেও ব্যাপক আয়োজনে কাজও করেছেন বেশ কিছুদিন। 

কিন্তু তাদের দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে বেশ কিছু দিন আগেই। এবং মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর আবার বিয়েও করেছেন ইভা রহমান।

জানা গেছে, ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পাত্রের নাম সোহেল আরমান। তিনি পেশায় ব্যবসায়ী। 

এই সঙ্গীতশিল্পী জানিয়েছেন, তিনি এখন আর ইভা রহমান নেই, তিনি ইভা আরমান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank