বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১১ পৌষ ১৪৩১ || ২১ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:০৪, ১৭ জুলাই ২০২৪

৩৮৩৭

এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ

কোটাবিরোধী আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সে তালিকায় সিনিয়রদের চেয়ে তরুণ ক্রিকেটদের সংখ্যায়। সে তালিকায় যুক্ত হয়েছে জাতীয় দলের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের নাম।

কোটাবিরোধী আন্দোলনে উত্তাল পুরো দেশ। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ঘটে সংঘর্ষের ঘটনা। এতে ৬ জন নিহতসহ আহত হয়েছেন অনেকে। স্বশরীরে অংশ না নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কোটাবিরোধী আন্দোলনের প্রতি নিজেদের সংহতি প্রকাশ করেন তারকা ক্রীড়াবিদরা।

বুধবার (১৭ জুলাই) সকালে সর্বপ্রথম পোস্ট দেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এরপর কোটা আন্দোলনের প্রতি নিজের শক্ত অবস্থান জানান দিয়েও পোস্টটি ডিলেট করে দেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ।

এ ছাড়া কোটা আন্দোলনের পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দেশসেরা আর্চার রোমান সানা, তরুণ ক্রিকেটার তানজিম হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব ও আকবর আলী।

এবার ফেসবুকে পোস্ট দিয়ে সে তালিকায় যুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। নিজের ভেরিফাইড পেজে মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই।’

এর আগে আর্চারিতে দেশকে বেশ কয়েকটি সাফল্য এনে দেওয়া রোমান সানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখা, ‘শুধু কোটা নয়, পুরো দেশটাই সংস্কারের প্রয়োজন।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীও সরব। ইন্সটাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু না, ঘৃণা।’ এর আগে তার বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম কোটাবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। বুধবার মুখ খুলেছেন আরেক যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি লিখেছেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায়ে রেখে সবকিছুর সমাধান হোক।’

এ সময় তিনি বাংলাদেশ জাতীয় পতাকা ও লাভ ইমোজি ব্যবহার করেন। আপাতত জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন ধ্রুব তার পোস্টে লিখেছেন, ‘দেশটা আমাদের সবার। আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের রক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নিবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি।’

আরেক তরুণ ক্রিকেটার নাঈম শেখ লিখেছেন, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল-সবুজের পতাকা আমার ভাই-বোনদের রক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank