সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইতিহাসের সর্বনিম্ন ইরানি মূদ্রার মান, এক ডলারে ৭ লাখ ৭৭ হাজার রিয়াল

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:৩১, ১৮ ডিসেম্বর ২০২৪

৯০

ইতিহাসের সর্বনিম্ন ইরানি মূদ্রার মান, এক ডলারে ৭ লাখ ৭৭ হাজার রিয়াল

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বুধবার (১৮ ডিসেম্বর) এপি জানিয়েছে, ডলারের বিপরীতে এখন রিয়ালের দাম ৭ লাখ ৭৭ হাজার রিয়ালে নেমে এসেছে। ট্রাম্পের জয়ের দিনও এই সংখ্যা ছিল ৭ লাখ ৩ হাজার।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানো হবে এবং রিয়ালের বিনিময় হারও স্থিতিশীল হবে।

তিনি বলেন, ইতিমধ্যে মুদ্রাবাজারে নতুন করে ২২ কোটি ডলার ছাড়া হয়েছে।

তীব্র শীতের কারণে জ্বালানি সংকট আরও বেড়ে যাওয়ায় বুধবার ইরান স্কুল, বিশ্ববিদ্যালয় ও সরকারি অফিস বন্ধের নির্দেশ দেয়। সাম্প্রতিক গ্রীষ্মে ইরানে বিদ্যুৎ সংকট ছিল। এখন দেখা দিয়েছে তীব্র শীত, তুষারপাত ও বায়ুদূষণ।

ইরানে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাসের মজুত রয়েছে। কিন্তু বিভিন্ন মৌসুমে যখন জ্বালানির চাহিদা বাড়ে, তখন দেশটি সেই চাহিদা মেটাতে পারে না। বছরের পর বছর ধরে ইরানের জ্বালানি খাতে পর্যাপ্ত বিনিয়োগ নেই, এর পাশাপাশি তারা পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ফলে তারা বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ভুগছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইরান যখন বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে চুক্তি করে, তখন প্রতি ডলারে ৩২ হাজার রিয়াল পাওয়া যেত। এ বছরের ৩০ জুলাই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দায়িত্ব নেওয়ার সময়ও প্রতি ডলারের দাম ৫ লাখ ৮৪ হাজার রিয়াল ছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত