সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দর্শকদের জন্য নতুন সুবিধা নিয়ে শুরু হচ্ছে এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক

১৩:২৫, ২৪ অক্টোবর ২০২০

আপডেট: ১৪:২৫, ২৫ অক্টোবর ২০২০

৭৩৯

দর্শকদের জন্য নতুন সুবিধা নিয়ে শুরু হচ্ছে এল ক্লাসিকো

লা লিগায় চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামছে স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

লিওনেল মেসিরা নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে আতিথ্য দেবে সার্জিও রামোসদের। লিগে নিজেদের শেষ ম্যাচ হেরে খুব একটা ভালো অবস্থানে নেই কোনো দলই। গত সপ্তাহে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা দল কাদিজের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। একই ব্যবধানে গেতাফের কাছে হেরেছে বার্সা। তবে তা প্রতিপক্ষের মাঠে। 

এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে বার্সেলোনা ঘুরে দাঁড়ালেও রিয়ালকে বার্নাব্যুতে আরেকটি বিব্রতকর হারের স্বাদ দেয় শাখতার দোনেস্ক। ইউক্রেনের ক্লাবটির মূল একাদশের দশ খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে খেলতে পারেনি। তারপরও তারা তুলে নেয় ৩-২ ব্যবধানের স্মরণীয় জয়। 

পাঁচ ম্যাচে তিন জয়, এক ড্র ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল আছে তিনে। অন্যদিকে চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক হারে তাদের অর্জন ৭ পয়েন্ট। তালিকায় তাদের অবস্থান দশম। আজ জিতলেই তাই সমতা আনার সুযোগ পাচ্ছে বার্সেলোনা। কিন্তু হেরে গেলে শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে রিয়াল থেকে। 

এদিকে চোট সমস্যা ভোগাচ্ছে দুদলকে। বার্সার জর্দি আলবাকে নিয়ে দোটানা রয়েছে। গোলরক্ষক মার্ক-আন্দ্রে, টের স্টেগেন ও ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি অনেকদিন ধরেই মাঠের বাইরে। তবে রিয়ালের অবস্থা আরও বেগতিক। তারকা ফরোয়ার্ড এদেন হ্যাজার্ড, ডিফেন্ডার দানি কারভাহাল, মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডকে পাচ্ছে না তারা। পাশাপাশি কাসেমিরো খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।

স্বস্তিতে নেই রিয়ালের আক্রমণভাগও। দলটি পাঁচ ম্যাচে গোল করেছে ছয়টি। ফরোয়ার্ডদের কাছ থেকে এসেছে মোটে তিন গোল। অন্যদিকে লিগের চার ম্যাচে মেসি জালের দেখা পেয়েছেন একবার, তা-ও পেনাল্টি থেকে। নেই কোনো অ্যাসিস্ট। 

তবে সমর্থন করা দলে পারফর্মেন্স দুশ্চিন্তা থাকলেও দর্শকদের জন্য থাকছে একটি সুখবর। ফেসবুকের পাশাপাশি এবার অ্যাপেও দেখা যাবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লা লিগা কর্তৃপক্ষ চালু করেছে ‘লা লিগা ই-স্পেস’ অ্যাপ।  ম্যাচ উপভোগের পাশাপাশি এই অ্যাপে থাকছে প্রাসঙ্গিক আরও অনেক পরিসংখ্যান, সাম্প্রতিক নানা ঘটনা এবং শেষ মুহূর্তের অনেক তথ্য। এছাড়াও আগের সব এল ক্লাসিকো নিয়ে বিভিন্ন তথ্য, ঘটনা, লা লিগার শুভেচ্ছা দূতদের কথা এবং আরও অনেক কিছু। এল ক্লাসিকো উপভোগের পাশাপাশি ভার্চুয়াল স্টেডিয়ামের স্বাদ এবং লা লিগার ২০টি ক্লাব সম্পর্কে নানা তথ্যও জানা যাবে এই অ্যাপ থেকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank